মালদা

জমি বিরোধকে কেন্দ্র করে সালিশি সভা, সভার মাঝেই সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস

জমি বিরোধকে কেন্দ্র করে সালিশি সভা।সেই সালিশি সভায় সংঘর্ষে জড়াল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। আহত ৩ তৃণমূল কংগ্রেস সমর্থক। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাত্রিবেলা মালদার কালিয়াচক থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

    জানা গিয়েছে কালিয়াচকের জালুয়া বাথাল অঞ্চলের বাসিন্দা তৃণমূল সমর্থক সাবর আলীর জমি বিগত বেশ কয়েক বছর ধরে দখল করে রেখেছে কংগ্রেস সমর্থক এজাবুল শেখ। আর এই নিয়েই তাদের দুজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিবাদ মেটাতে মঙ্গলবার সন্ধ্যে বেলা গ্রামে সালিশি সভা ডাকা হয়। অভিযোগ সালিশি সভার দলবল নিয়ে আলী ও তার পরিবারের উপর চড়াও হয় কংগ্রেস সমর্থক এজাবুল শেখ। ওদের লাঠি রড দিয়ে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপান হয় বলে অভিযোগ। কোনরকমে গ্রামবাসীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সাবর আলী ও তার দুই ছেলে বরকত আলীকে প্রথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। যদিও শামসুদ্দিন আলীর আঘাত গুরুতর থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।

    এবিষয়ে সাবর আলী জানান, জমি নিয়ে বিবাদ তেমন কিছু না মূল কথা এখানে রাজনীতি করা হচ্ছে। কারণ আমরা তৃণমূল করি। আর সেই কারনেই তাদের উপর এভাবে আক্রমণ করে এজাবুল শেখ বলে দাবী করেন তিনি।

    এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জেলা যুব তৃণমূল সভাপতি অম্লান ভাদুরি বলেন, এই ঘটনাটি তিনি শুনেছেন। জেলা পুলিশ সুপারকে বলেছেন। তিনি ঘটনার তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

    এদিকে এই ঘটনায় কংগ্রেসের নাম জড়িয়ে পড়ায় তৃণমূলের সমস্ত জবাব দিতে এগিয়ে আসলেন কংগ্রেস নেতা নরেন্দ্র নাথ তিওয়ারি। তিনি দাবী করেন, মালদা জেলায় যেখানে যাই কিছু ঘটুক সমস্ত কিছুতেই তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে ফেলছে। বাস্তবে মালদা জেলায় কংগ্রেস মজবুত। তবে এই ঘটনায় কংগ্রেস জড়িত নয়। এই ঘটনা তৃণমূলের নিজস্ব গোষ্ঠী দন্ধের ফল বলে তিনি মনে করেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/cqjYwJ4rFbs